Home » » যেভাবে বাড়াবেন আপনার সাইটের ভিসিটর

যেভাবে বাড়াবেন আপনার সাইটের ভিসিটর

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। কমবেশি সবারই এখন ওয়েবসাইট আছে, কিন্তু ভিসিটর কত?? অবশ্যই বলবেন কম। কারণ, খুব কম ব্লগাররাই আছেন, যাদের সাইটে ভিসিটর খুব বেশি। তাই আজ থেকে আপনাদের জন্যে শুরু করলাম আমার ধারাবাহিক টিউন "যেভাবে বাড়াবেন আপনার সাইটের ভিসিটর"। আশা করি এই ধারাবাহিক টিউনে আপনাদের সহযোগিতা পাব। তবে টিউন শুরু আগেই আমি টিউন সম্পর্কে বলি। এই ধারাবাহিক টিউনে আমি শুধু যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলব তা নয়, পাশাপাশি অন্য ব্যক্তিদের (যারা ব্লগিং এ সফল হয়েছেন) তাদের মতামত গুলোও আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও বিভিন্ন ইংরেজী আর্টিকেল থেকে আপনাদের জন্যে বাংলায় অনুবাদও করে দিব। যেন বুঝতে সুবিধা হয়। আর আপনার সাইটে কি করলে বেশী ভিসিটর আসবে শুধু এটা নিয়েই আলোচনা করবো না, সাথে সাথে দেখিয়ে ও দিব কিভাবে করবেন।  তো, চলুন শুরু করা যাক।
১। বেশী বেশী ইউনিক আর্টিকেল লিখুনঃ

এমন কোন ব্লগার খুঁজে পাওয়া যাবে না, যিনি এই কথাটা শুনেননি বা জানেন না। কমবেশি সবাই জানেন যে বেশী বেশী ইউনিক আর্টিকেল হল এক সাইটের ভিসিটর বাড়ানোর আসল চাবিকাঠি। আপনি যদি আপনার সাইটে বেশী বেশী ভিসিটর আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেশী করে ইউনিক আর্টিকেল লিখতে হবে। জত্ত বেশী ইউনিক আর্টিকেল তত বেশী ভিসিটর। (সহজ হিসাব)।
১.১। কিভাবে বেশী বেশী ইউনিক আর্টিকেল লিখবেনঃ
এতক্ষন জানলেন যে, সাইটে ভিসিটর বাড়াতে হলে আপনাকে বেশী বেশী ইউনিক আর্টিকেল লিখতে হবে। এবার আসুন দেখি কিভাবে আপনি বেশী বেশী ইউনিক আর্টিকেল লিখবেন। আপনি যে টপিক নিয়ে ব্লগিং শুরু করেছেন ঠিক একি বিষয় নিয়ে হাজার হাজার ব্লগার ব্লগিং করে জাচ্ছে। সুতরাং, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ইউনিক আর্টিকেল লিখতে হবে। আর আপনি জত বেশী ইউনিক আর্টিকেল লিখবেন, তত বেশী ভিসিটর আপনার সাইটে আসবে। ধরুন, আপনি ফুটবলার মেসির জীবন, তার কাজ ও সাফল্য নিয়ে একটা ব্লগ খুললেন। আর সেখানে আপনি খুব ভালো করে সাইটের ডিজাইন করলেন, SEO করলেন। কিন্তু এটাকি জানেন, মেসিকে নিয়ে আরও অনেকেই সাইট করেছে। কিংবা মেসির জীবন, সফলতা ও তার কাজ নিয়ে হাজার হাজার পোস্ট পাওয়া যাবে গুগলে সার্চ করলে? তাহলে সার্চ ইঞ্জিন থেকে যেই ভিসিটর আপনার সাইটে আসবে সে ইউনিক কি পেল? একি তথ্য তো সে উইকিপিডিয়াতেও পাবে! এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন, তা হল মেসির জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে পোস্ট দিতে পারেন। পাশাপাশি মেসির সেরা কয়েকটা গোলের ভিডিও রাখতে পারেন। লিখতে পারেন মেসির জীবনের কস্টের ইতিহাস গুলো। তার ছোট বেলার কথা। কিংবা তার জীবনে ঘটে যাওয়া কোন মজার, বেদনার ঘটনার কথা। কিংবা লিখতে পারেন মেসি সম্পর্কে আপনার নিজস্ব ভাবনা। মোটকথা, মেসি সম্পর্কে আপনি যা জানেন, তাই লিখতে পারেন। আর তখনি এই লেখাগুল হবে ইউনিক। আপনি হয়তো বলতে পারেন যে, অন্য যারা মেসিকে নিয়ে ব্লগিং করবে তারা কি এসব লিখবে না? হ্যাঁ, অবশ্যি লিখবে। কিন্তু এখানে দেখতে হবে আপনি কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। আপনি লেখাগুল এমন ভাবে লিখেন যেন ভিসিটর পড়ার সময় মনে করে যে তারা আপনার সাথে কথা বলছে। তাহলেই দেখবেন আপনার সাইটে আসা সেই ভিসিটর আপনার লেখাগুলো পড়ে কী-বোর্ডে CTR + D চাপবে। আর গুগুল মামাও আপনার ইউনিক আর্টিকেল দেখে আপনাকে বুকে টেনে নিবে (মানে সার্চ ইঞ্জিন থেকে ভালো ট্র্যাফিক পাবেন আর কি!)।
১.২। ইউনিক আর্টিকেল লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
প্রতিটি ইউনিক আর্টিকেল লেখার আগে সেই আর্টিকেল সংক্রান্ত কি-ওয়ার্ড রিসার্চ করে নিন। যে সকল কী-ওয়ারডের CPC বেশী এবং Exact সার্চ বেশি এবং প্রতিযোগিতার ধরণ দেখে কি-ওয়ারড বাছাই করুন। তারপর আপনার আর্টিকেল লেখার সময় প্রথমে আর্টিকেলের হেডলাইনে আপনার বাছাইকৃত কী-ওয়ারড দিন। জুমলা বা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্রতিটি আর্টিকেলে আলাদা ভাবে মেটা ট্যাগ, মেটা কী-ওয়ারড ও মেটা ডিস্ক্রিপশন এ আপনার কী-ওয়ারড গুলো দিন। আপনার আর্টিকেলটি যেন ভিসিটর এর কাছে সহজবোধ্য হয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে রেফারেন্স উল্লেখ করুন।
১.৩। আর্টিকেলের ক্ষেত্রে আরও যা করতে পারেনঃ
আপনার আর্টিকেল লেখা শেষ হয়ে গেলে আগে ভালো করে নিজে একবার পড়ে দেখুন। কোন ভুল থাকলে সংশোধন করুন। আর্টিকেলে নিচে অথবা উপরে ভিসিটরদের জন্যে শেয়ার বাটন ও ইমেলে আর্টিকেল সেন্ড করার ব্যবস্থা রাখুন। এতে করে আপনার লেখা পড়ে ভিসিটর হয়তো আরেকজন এর সাথে শেয়ার করবে। এতে করে আপনার ভিসিটরও বাড়বে। আর্টিকেলের নিচে কমেন্টের ব্যবস্থা রাখুন। তাহলে ভিসিটরদের ফীডব্যাক পাবেন আর সেই অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।
আজকের মত টিউন এখানেই শেষ করছি। এছাড়াও এখানে উল্লেখিত কোন বিষয়ে যদি কারো দ্বিমত থাকে, কিংবা আমাদের নতুন কিছু জানাতে চান, তাহলে আপনি সাদরে আমন্ত্রিত। আপনি যা জানুন তাও শেয়ার করুন আমাদের সাথে। আগামী টিউনে সাইটের ডিজাইন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps