Home » » গত কয়েকদিন থেকে আপনার মোবাইলের ব্যালেন্স কি অটোমেটিক কমে যাচ্ছে?

গত কয়েকদিন থেকে আপনার মোবাইলের ব্যালেন্স কি অটোমেটিক কমে যাচ্ছে?

আপনি কি লক্ষ্য করেছেন? যে, গত বেশ কয়েকদিন থেকে আপনার মোবাইলের ব্যালেন্স অটোমেটিক কমে যাচ্ছে? আজিব ব্যাপার তাইনা? প্রতিদিন ২.৩০ পয়সা ইদানিং যাচ্ছেটা কোথায়?
বেশ কয়েকদিন থেকে যদি এরকম প্রশ্নের সম্মুক্ষিণ হন তাহলে এই টিউন আপনার জন্যই। সম্প্রতি কিছু অসাধু বাঙ্গালী গুগল এ্যাডস এর সাহায্যে লোভনীয় কিছু বিজ্ঞাপন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে দিচ্ছে। আপনাদের যাদের ইতিমধ্যেই কিছু টাকা কেটেছে তারা নিশ্চই নিচের এ্যাডগুলির সাথে পরিচিত-

এই এ্যাডগুলিতে ক্লিক করলেই Enterfactory.com নামক একটি সাইটের Promo এ লিংককে নিয়ে যাওয়া হয় যেখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিষ্ট্রেশন করতে বলা হয়।
আপনার মোবাইল নম্বরঃ এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হয়
আপনার পেশাঃ আর এখানে পেশা হিসেবে দিতে হয় Grameenphone কিংবা Airtel । কি হ্যাসকর তাইনা?

নম্বর দিয়ে "এগিয়ে চল" তে ক্লিক করলে আপনার ফোনে একটি কনফারমেশন ম্যাসেজ আসে যেটাতে একটি কোড থাকে এবং এই কোডটি সাইটটিতে দিতে হয়। তাহলেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ প্রতিদিন আপনার ব্যালেন্স থেকে ২ টাকা ৩০ পয়সা কাটা শুরু। কিন্তু লাউ কিংবা কদু কিছুই জানা হল না। আমরা আমাদের নামের অর্থ জানার জন্য কিংবা এক্সরে কিংবা ভুত বের করার জন্য এ্যাডে ক্লিক করলাম কিন্তু কি হল নিজেও বুঝতে পারা গেল না। তাই হয়ত আমার মত অনেকেই সাইটটা ক্লোজ করে দিলেন। কিন্তু টাকা যে কাটতেছে এটা আর জানা হল না। :D
একটু লক্ষ্য করলেই নিচে ইংরেজিতে এক গাদা কিছু তথ্য লেখা আছে যেগুলার মাথা মুন্ডুর গুরুত্বও বোঝা গেল না। এই যুগে ১০টাকা দিয়ে ওয়ালপেপার আর ৪০ টাকা দিয়ে গেম কিনতে হয়। (হারামীরফোনের ডুপ্লিকেট)।
This is a mobile application download service that offers entertainment contents (wallpaper, animation, games, application, video, etc.) for Free of Charge given that a nominal daily subscription fee is applicable. Daily Subscription fee: TK 2.00 15% VAT. Registration and first download from the portal is completely FREE. In addition, a user will receive 1 bonus credit download for the first time subscription to service. Everyday an active user will receive 1 FREE credit to download his/her desired content from the portal (http://binbit.bd.amob.com) against this subscription fee. All content in the portal is equivalent to 1 credit download. Free download credits are useable till 7 days period; in other words, unused free credits will expire after 7 days. Once Free Credits are used up, a user is also allowed to download additional contents at regular price: (wallpaper at Tk. 10, Animation at Tk. 10, Games at Tk. 40, Video at Tk. 30. MP3 tones at Tk 20. etc.) In all cases, 15% VAT (value added tax) is applicable. Once successfully subscribed, a user will receive one welcome text (detailing service price, Free content download info and deactivation info). An active user will receive free content link every day. Data charge is applicable based on respective data package of the user. For instance, data charge for a GrameenPhone P1 user is Tk 0.02/kbps. Service Activation key: BIN (sms BIN to 16261) Service Deactivation Key: BIN OFF (sms BIN OFF to 16261) Help Key: HELP (sms HELP to 16261)
তবে একটা ভাল কথা লেখা আছে সেটা হল এই টাকা কাটা বন্ধ করতে হলে আপনাকে BIN OFF লিখে 16261 এ একটা ম্যাসেজ দিতে হবে।
তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি SMS করে টাকা কাটা বন্ধ করুন। আর এই টিউনটি আপনার হিতাকাঙ্খী সবার সাথে সেয়ার করুন।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps