Home » » অনলাইন ব্যবসায় গুগল প্লাশ এর ভাল-মন্দ

অনলাইন ব্যবসায় গুগল প্লাশ এর ভাল-মন্দ

অনলাইন বিষয়ক যে কোন ব্যবসাই হোক না কেন, সোস্যাল নেটওয়ার্কিং বা মাইক্রো ব্লগিং সাইটগুলি সেখানে বড় ধরনের ভুমিকা রাখতে পারে। হয়ত লক্ষ করেছেন প্রতিটি ব্যবসা প্রতিস্ঠানের প্রচারের জন্য ফেসবুক-টুইটার একাউন্ট ব্যবহার করা হচ্ছে। সেতুলনায় গুগল প্লাশ নতুন। এর ধরনও অন্যদের থেকে আলাদা।
অনলাইন ব্যবসার প্রচারের জন্য গুগল প্লাশ ব্যবহার করলে কি কি সুফল পেতে পারেন, এতে সমস্যাই বা কি হতে পারে এই বিষয়গুলি নিয়ে এই পোষ্ট।


অনেকেই গুগল প্লাশ নিয়ে খুব আশাবাদি কারন এর পেছনে রয়েছে ইন্টারনেটের সবচেয়ে প্রভাবশালী প্রতিস্ঠান গুগল। সার্চ ইঞ্জিনে তাদের সমকক্ষ কেউ নেই। এই সুযোগকে তারা কাজে লাগাবে এটাই স্বাভাবিক। ব্যবসায়িক কাজে গুগল প্লাশ ব্যবহারের ভাল দিকগুলি এখানে উল্লেখ করা হচ্ছে

.          সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সুবিধে
গুগল প্লাশ এর সদস্য হওয়ার সবচেয়ে বড় কারন প্রচার বাড়ানো। সেইসাথে ওয়েবসাইটের প্রতিটি পেজে +১ বাটন রাখা। একই ধরনের বিষয়ে আগ্রহি ভিজিটররা সহজে সাইট খূজে পান এর মাধ্যমে।
.          পরিচিতি তুলে ধরার যায়গা
প্রচারের জন্য অনেকেই প্রচারপত্র বিলি করেন। এটা এক ধরনের প্রচারপত্র যা সকলের সামনে রাখা যায়। বরং প্রচারপত্রের থেকে বেশি সুবিধেজনক কারন এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যায়।
.          তথ্যের সহজ বিতরন ব্যবস্থা
অনলাইনে বিতরন করতে চান এমন তথ্য খুব সহজে এর মাধ্যমে বেশি মানুষের সামনে তুলে ধরতে পারেন। অন্যান্য ব্যবস্থার সাথে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সুফল বয়ে আনতে পারে।
.          একই পছন্দের ব্যক্তিদের সাথে যোগাযোগ
একই বিষয় নিয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের সাথে যোগাযোগের জন্যই এধরনের সাইটগুলি বড় ভুমিকা পালন করে। আপনি যে বিষয়কে ব্যবসা হিসেবে ব্যবহার করছেন সেই বিষয়ে আগ্রহিরা এগিয়ে আসবেন এর মাধ্যমে।
.          বিষয়কে ভাগ ভাগ করে ব্যবহারের সুযোগ
গুগল প্লাশের একটি সুবিধে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের বিষয় ভাগ করে দিতে পারেন। এরফলে বেশিসংখ্যক মানুষের কাছে প্যছানো সম্ভব হয়।
.          বক্তব্য প্রচারের জন্য ব্যবহার
কোন প্রতিস্ঠানের নিজস্ব খবর প্রচারের অন্যদের কাছে পৌছে দেয়ার জন্য গুগল প্লাশ ব্যবহার করা যেতে পারে। অনেকেই প্রতিস্ঠানের পরিচিতি এবং কার্যক্রম জানতে আগ্রহি। সেদিক থেকে নতুন ভিজিটর আকৃষ্ট করা যায়।
.          নতুন কিছু করা
গুগল প্লাশ দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং এর পেছনে গুগল নামের কোম্পানী যখন আছে তখন ক্রমেই এর পরিচিতি বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী নতুন-জনপ্রিয় এসব কারনে এধরনের সাইট ব্যবহার করেন। পরিচিতি এবং প্রচারের একটি মাধ্যম হিসেবে যা সহায়ক হতে পারে।

গুগল প্লাশ এর সীমাবদ্ধতা
গুগল প্লাশ এর সবকিছুই খুব প্রশংসার এটা ধরে না নেয়াই ভাল। অন্তত এখন পর্যন্ত ছোট ব্যবসার ক্ষেত্রে এর বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে।
.          ব্যবহার তুলনামুলক জটিল
গুগল প্লাশ একাউন্ট নিজেই করতে হয় এবং এজন্য অন্য কাউকে দায়িত্ব দেয়া যায় না। অন্য কথা এডমিনিষ্ট্রেটর হিসেবে কাউকে ব্যবহারের ব্যবস্থা নেই। নির্দিষ্টভাবে এই কাজে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেয়ার সুযোগ না থাকা অনেকের জন্যই সমস্যা হয়ে দাড়াতে পারে।
.          ফেসবুক এবং টুইটারের আধিপত্য
ফেসবুক এবং টুইটার এতটাই জনপ্রিয় যে তাদের সরিয়ে যায়গা দখল করা অনেকটাই স্বপ্ন। ইন্টারনেট ব্যবহারকারীরা এই দুই ব্যবস্থা থেকে উপকার পেয়েছেন, পাচ্ছেন। যেকারনে ব্যবসায়ীরাও পছন্দের তালিকায় তাদেরকে সামনে রাখেন।
.          গুগল প্লাশ নির্ভরযোগ্য না
কোন ধরনের ঘোষনা না দিয়েই গুগল কোন সেবা বন্ধ করে দেয়, এটা প্রচলিত কথা। এমনকি কোন সাইটের কোড তাদের পছন্দ না হলে সেটা মুছে দেয়। ফলোয়ার তৈরীর জন্য বহু সময় ব্যয় করে কেউ এমন পরিস্থিতির শিকার হতে চান না। সেদিক থেকে ফেসবুক তুলনামুলক নিরাপদ।
.          সাফল্য সামান্য
গুগল প্লাশ নিয়ে যতটা আলোচনা হয়েছে বাস্তবে এটা ব্যবহার করে মানুষ ফল পেয়েছেন সামান্যই। এরই মধ্যে এধরনের কথা চালু হয়েছে গেছে। একবার চালু হলে এধরনের কথা সহজে দুর হয় না।
অনলাইন ব্যবসা বা প্রচারের জন্য গুগল প্লাশ অন্যান্য ব্যবস্থাগুলির সাথে অতিরিক্ত আরেকটি হিসেবে ব্যবহার করলে সুফল পাওয়া যাবে তাতে সন্দেহ নেই। কিন্ত্র এক্ষেত্রে এখনও শীর্ষস্থানীয় ফেসবুক বা টুইটারকে বাদ দিয়ে শুধুমাত্র গুগল প্লাশ এর কথা ভাবার সময় সম্ভবত হয়নি।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps