ইন্টারনেটে
 আয়ের জন্য মাইক্রোওয়ার্কার্স এর প্রস্তাব অত্যন্ত লোভনীয়। তাদের সাইটের 
কাজকে বলা হয় মাইক্রো জব। অন্যকথা খুব সহজ কাজ যা করার জন্য অন্যান্য 
ফ্রিল্যান্সিং সাইটের মত খুব দক্ষতা প্রয়োজন হয় না। বিনামুল্যে সদস্য হওয়া 
যায়, ১ ডলার দিয়ে সদস্য হওয়া যায়। যারা এফিলিয়েশন ব্যবহার করবেন তাদের জন্য
 আরো আকর্ষনীয় প্রস্তাব, প্রতি রেফারেলের জন্য পাবেন ১ ডলার।
সন্দেহ
 করার সবচেয়ে বড় কারন তাদের টাকা দেয়ার পদ্ধতি। তাদের টাকা দেয়ার পদ্ধতি 
হিসেবে উল্লেখ করা আছে পেপল, এলার্ট-পে ইত্যাদি। বাস্তবে এরসাথে তাদের দেয়া
 একটি পিন কোড ব্যবহার করতে হয়। এই কোড পাঠানো হয় ইমেইল করে। কতদিনে কিংবা 
কত সপ্তাহে সেটা পাওয়া যাবে নিশ্চয়তা নেই। যদিও অনলাইন কাজে একাজ সাথেসাথেই
 হওয়ার কথা ছিল।
তারা
 জানিয়ে দিয়েছে একাউন্টে টাকা জমা হলে সেটা উঠানোর জন্য উইথড্র কমান্ড দিতে
 হবে। এর ৩০ দিনের মধ্যে সেই টাকা পাওয়া যাবে। বর্তমান যুগে অনলাইন 
লেনদেনের ক্ষেত্রে ৩০ দিন অনেক বেশি সময়।
এখানে
 কাজ করে আয় করেছেন এমন ব্যক্তি রয়েছেন। তাদের বক্তব্য, এখান থেকে আয় করা 
আসলে কঠিন। এধরনের মন্তব্য করা ব্যক্তির সংখ্যা খুবই কম। অধিকাংশের 
অভিজ্ঞতা, তারা টাকা দেয় না। ইন্টারনেটের ভাষায় স্ক্যাম।
এত অভিযোগের পর তাদের সাইট ব্যবহার করার প্রয়োজন আছে কি ? পরীক্ষিত, নির্ভরযোগ্য সাইট এর যখন অভাব নেই।
 Home Page
 Home Page 
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: