Home » » লাইভ বাংলাদেশী টিভি দেখুন।কোনো ‍সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই!

লাইভ বাংলাদেশী টিভি দেখুন।কোনো ‍সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই!

আজ আবার আপনাদের সামনে আসলাম একটি টিউন নিয়ে ।আমরা অনেকে অনলাইনে বাংলা ৎটিভিগুলো নান ধরনের কসরত করে থাকি। কিসন্তু কেউ সফল আবার ব্যর্থ হয়।কিন্তু আজ আমি আমি যে প্রসেস দেখাব তাতে আর ব্যার্থ হওয়ার সম্ভাবনা নেই।আর একাজটি করার জন্য আপনাকে আলাদাভাবে কোনপ্রকার সফটওয়্যার কিংবা ব্রাউজারের দরকার নেই।আমরা আমাদের উইন্ডোজের ইউটিলিটি অর্থাৎ উইন্ডোজের বিল্টইন করা “ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ’’ ব্যাবহার করব আর একটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করব যার ‍স্পীড অবশ্যই সর্বনিম্ন 112kbps সর্বোচ্চ Unlimited হতে হবে।112kbps স্পীডেও আমি বাংলালিংক ইন্টাররেট কানেকশনের মাধ্যমে সুন্দরভাবে চালিয়েছি।নিচে আপনাদের সুবিধার্থে প্রসেসটি ব্যাখ্যা করছি।আপনারাও একইভাবে অনুসরণ করতে থাকুন সফল হবেনই ইনশাআল্লাহ্।
♦১। প্রথমে নিচে আমার দেয়া Text ফাইলটি ডাউনলোড করুন।
♦২।Text ফাইল থেকে যেকোন একটি চ্যানেলের url কপি করুন।
♦৩। এরপর “ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ’’ ওপেন করুন
♦৪।এ ক্লিক করুন
♦৫। এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ‍সার্চ বার থেকে একটু উপরে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন File>Open Url(এটিতে ক্লিক করুন)> তারপর urlটি পেস্ট করুন অথবা Ctrl+U চাপুন । এতে যে উইন্ডো আসবে তাতে urlটি পেস্ট করুন।ব্যাস কাজ শেষ এখন উপভোগ করুন আমাদের প্রাণের প্রিয় বাংলা চ্যানেল।
এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন। তারপরও যদি কোন সমস্যা মনে করেন তাহলে আমাকে মন্তব্যে লিখুন।
☺☺☺☺☺☺youtube☺☺☺☺☺☺
আপনি জানেন কি? ইন্ডিয়া আমাদের চ্যানেল সে দেশে চলতে দেয়না কিন্তু আমাদের ক্যাবল অপারেটরদের একগুয়েমীতার কারণে তারা কি পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে। নিচেরটেবিলটি দেখুন তাহলেই বুঝতে পারবেন।


Text ফাইলটি ডাউনলোড করুন


ভালো লাগুক আর নাই লাগুক কমেন্টস করতে ভুলবেন না যেন।এতে টিউনটি সার্থক হবে। আর একটা কথা আপনারা সম্মতি দিলে এ বিষয়ে আরো টিউন করতে চাই।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps