এবার ১.৫ গুণ বা তারও বেশী গতিতে ইন্টারনেট ব্রাউজ করুন পিসি তে আপনার স্মার্ট ফোনটি ব্যাবহার করে। বিশ্বাস হচ্ছে না । নিচের স্ক্রীনসট টি একবার দেখুন। EDGE airtel দেখাচ্ছে, কিন্তু আসলে airtel থেকে নেট সংযোগ করা হয়নি। আর তা আপনারা বুঝতেই পারছেন কেননা airtel থেকে ৬৬০ kbps স্পীড পাওয়া কল্পনা ছাড়া আর কিছু নয়। এটা আমি মডেমে লাগিয়ে রেখেছি যাতে সিমটাতে কোন SMS আসলে দেখতে পাই। কারন এটা আমার সবচেয়ে বেশী ব্যাবহারিত সিম। এবার আসি আসল কথায়। ১.৫ গুণ স্পীড পেতে আপনার যা যা লাগবে তা হলঃ
১. একটি স্মার্টফোন।
২. একটি USB cable.
৩. Nokia Suite অথবা Nokia PC Suite.
এখন দেখি কি কি করতে হবেঃ
১. প্রথমে Nokia Suite অথবা Nokia PC Suite টি ইন্সটল দিয়ে নিন। যাদের নেই তারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। অথবা এখানে ক্লিক করুন।
২. এবার Nokia Suite অথবা Nokia PC Suite টি ইন্সটল হলে আপনার স্মার্টফোনটি USB cable দ্বারা PC এর সাথে সংযুক্ত করুন।
৩. কিছুক্ষন অপেক্ষা করুন, নিচের মত PC Suite চালু হলে উপরের বাম পাশের কোনায় Connect now ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। তারপর আপনার PC যদি Grameenphone Internet অ্যাপ্লিকেশান টি থাকে তা রান করান আর Statistics ক্লিক করে আপনার বর্তমান স্পীড দেখে নিন। আমার পায় দ্বিগুণ স্পীড বৃদ্ধি পেয়েছে। বাংলালিংক সিম ব্যাবহার করে আগে যেখানে ২৩৬ kbps সর্বচ্চ ছিল এখন আমি ৭০০ kbps পর্যন্ত পেয়ে থাকি যা আপনারা উপরের প্রথম চিত্রে দেখতে পাচ্ছেন। আপনাদের মতামতের আশায় রইলাম...
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: