বিজ্ঞাপনে
ক্লিক করে আয় বা পিটিসি সাইটগুলির মধ্যে একটি নির্ভরযোগ্য সাইট
আইকন-বাক্স। অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও বিনামুল্যের সদস্য হয়ে আয়
করা যায়, টাকা দিয়ে সদস্য হয়ে আয় আরো বাড়ানো যায়। সেইসাথে রেফারেল ক্লিক,
রেফারেল ভাড়া করা ইত্যাদির মাধ্য আরো বেশি আয় করা যায়। তাদের সাইটে হিসেব
দেখানো হয়েছে একজন প্রিমিয়াম সদস্য দিনে ২০০ ক্লিক করে এবং ২০০ সদস্য
সংগ্রহ করে দিনে ৪০২ ডলার আয় করতে পারেন (মসে ১২ হাজার ডলার)। এখানে
অতিরঞ্জন রয়েছে এতে সন্দেহ নেই। শুধুমাত্র ক্লিকের ওপর নির্ভর করে মাসে ১২
হাজার ডলার আয় করা অস্বাভাবিক। তবে আয়ের অন্য পথ না থাকলে শুধুমাত্র ক্লিক
করেও যথেষ্ট পরিমান আয় করা যায় এটা নিশ্চিত।
ক্লিক
করা বিজ্ঞাপনগুলিতে টিক চিহ্ন দেখা যাবে। এগুলিতে ক্লিক করলে টাকা পাওয়া
যাবে না। ক্লিক করার জন্য বিজ্ঞাপনে তারকা (ষ্টার) চিহ্ন থাকবে। ক্লিক করলে
সেখানে আইকনবাক্সের আইকন পাওয়া যাবে। সেখানে আরেকবার ক্লিক করলে
বিজ্ঞাপনটি ওপেন হবে। ওপরে টাইমার জানাবে কতক্ষন সেই পেজ ওপেন রাখতে হবে।
বামদিকের
মেনুতে ব্যানারস লেখা লিংকে ক্লিক করে রেফারেল লিংক এবং ব্যানার
বিজ্ঞাপনের কোড পাওয়া যাবে। এগুলি ব্লগ, ফেসবুক, ইমেইল ইত্যাদিতে ব্যবহার
করে অন্যদের সদস্য বানাতে পারেন। তারা যা আয় করবেন তার অংশ আপনার নামে জমা
হবে। রেফারেল আয় পাওয়ার জন্য প্রতিদিন তাদের সাইটে গিয়ে কমপক্ষে ৩টি
বিজ্ঞাপনে ক্লিক করতে হয়। যেদিন নিজে ক্লিক করবেন না তার পরদিন আপনার নামে
রেফারে আয় যোগ হবে না।
আইকনবাক্স ব্যবহার সহজ। একটি বিষয় সমস্যা মনে হতে পারে, তাদের ভেরিফিকেশন কোড কখনো কখনো এমন রঙে দেয়া হয় যা সহজে পড়া যায় না।
তাদের সদস্য হওয়ার ঠিকানা : http://iconbux.com/
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: