♦১। প্রথমে নিচে আমার দেয়া Text ফাইলটি ডাউনলোড করুন।
♦২।Text ফাইল থেকে যেকোন একটি চ্যানেলের url কপি করুন।
♦৩। এরপর “ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ’’ ওপেন করুন
♦৪।এ ক্লিক করুন
♦৫। এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সার্চ বার থেকে একটু উপরে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন File>Open Url(এটিতে ক্লিক করুন)> তারপর urlটি পেস্ট করুন অথবা Ctrl+U চাপুন । এতে যে উইন্ডো আসবে তাতে urlটি পেস্ট করুন।ব্যাস কাজ শেষ এখন উপভোগ করুন আমাদের প্রাণের প্রিয় বাংলা চ্যানেল।
এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন। তারপরও যদি কোন সমস্যা মনে করেন তাহলে আমাকে মন্তব্যে লিখুন।
☺☺☺☺☺☺youtube☺☺☺☺☺☺
আপনি জানেন কি? ইন্ডিয়া আমাদের চ্যানেল সে দেশে চলতে দেয়না কিন্তু আমাদের ক্যাবল অপারেটরদের একগুয়েমীতার কারণে তারা কি পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে। নিচেরটেবিলটি দেখুন তাহলেই বুঝতে পারবেন।

Text ফাইলটি ডাউনলোড করুন

ভালো লাগুক আর নাই লাগুক কমেন্টস করতে ভুলবেন না যেন।এতে টিউনটি সার্থক হবে। আর একটা কথা আপনারা সম্মতি দিলে এ বিষয়ে আরো টিউন করতে চাই।
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: