অনেক সার্চ ইন্জিন অপটিমাইজেশন বিশেষজ্ঞদের মতে আপনার ওয়েব সাইটের ভিজিটরকে যদি আপনার সাইটে আটকে রাখতে চান/নিয়মিত করতে চান তবে সে ক্ষেত্রে আপনার লাগবে মাত্র ৮ সেকেন্ড।
তার মানে ৮ সেকেন্ডেই সফলতা অর্জন,এটি করার সাধ্য নেই আপনার ?
চলুন সেটাই করি—
একজন পরিদর্শক/ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে কিনা (হয়তো একটি প্রতিযোগিতামূলক ওয়েবসাইটে) বের হয়ে যাবে অথবা অধিক সময় থাকার সিদ্ধান্ত নিবে।
১ম সেকেন্ড
আপনার ওয়েব সাইটের কাজ হবে. এটি সুস্পষ্ট এবং রান অবস্থায় থাকা লাগবে… কিন্তু আমরা অনেক ওয়েব সাইট কে দেখি যে ঘন্টা/২০/১০ মিনিটের জন্য নিচে/ডাউন হয়ে থাকে, এবং ওয়েববমাস্টারদের কোন ধারণা আছে দেখা যায় না হয়ত সাইট অফ থাকে কিন্তু এডমিন জানেও না বা খবর ও নেয় নি কি কারনে সাইট ডাউন, উপরন্তু, আপনার ওয়েবসাইটের সব পরিচিত ব্রাউজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (IE, ক্রোম, ফায়ারফক্স, সাফারি)থাকা প্রয়োজন, এবং আপনার ভিজিটর থেকে কিছু দাবি অবশ্যই করা উচিত. উদাহরণস্বরূপ, “এই ওয়েবসাইট ফ্ল্যাশ প্লেয়ার সঠিকভাবে কাজ করার প্রয়োজন.” দর্শকদের অধিকাংশই শুধু ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার সাপোর্ট করে না দেখলেই তারা এই সাইট টি দেখা বন্ধ করে দেয়।২-৩ সেকেন্ড
দর্শকরা/ভিজিটররা সাইটের প্রথমেই শিরোনাম পড়ে,যেটা তাদের ব্রাউজারে প্রদর্শিত হয়। ভিজিটর শিরোনাম পড়ে কেননা সে জানতে চায় কোথায় ডুকেছে বা কোথায় তিনি অবতরণ করেছে।- অগ্রহণীয় শিরোনাম: Unacceptable titles:
- হোম পেজ /Homepage
- স্বাগতম আমাদের ওয়েবসাইটে/Welcome to our website
- শিরোনামহীন শিরোনাম/Untitled title
[এই ধরনের টাইটেল ভিজিটরদের কনফিউসড করে তোলে,তারা বুঝতে পারে না কোস ধরনের সাইটে সে ভিজিট করতেছে।]
আমার মতে সাইটের মোটামুটি বড়(বেশি নয়)হবে এবং এই সাইটের মূল বিষয়বস্তু স্থান পাবে তাতে।
৪-৫ সেকেন্ড
সাইটের উপরে একটি শব্দ (খবরের কাগজ ব্যবহৃত) বা একটি পত্রিকার প্রথম পৃষ্ঠার উপরের এলাকা,সাধারণত যে বিভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের স্বার্থ লাভ হবে.
কিন্তু আপনি সাইটকে এত বেশি লম্বা করলেন যে সে আসল/মূল নিউজি পড়তে তাকে মাউস স্ক্রল করে অনেক নিচে নামতে হবে,তাই অনেক ভিজিটর আপনার সাইট হতে বের হয়ে যাবে।
তাহলে আপনাকে সবার আগে দিতে হবে এমন সংবাদের স্থান যা সবার গ্রহনীয় বা ব্রেকিং নিউজ টাইপের খবর।
আপনি নিম্নলিখিত বিষয়গুলো এড়ানো উচিত:
- কোম্পানির পরিচালক থেকে বার্তা
- কোম্পানী ইতিহাস
- আপনার ছবি!
৬-৮ সেকেন্ড
ভিজিটর আপনার সাইটের প্রতি আগ্রহী,সে সাইট সম্পর্কে এবার অবগত হয়েছে যে এই সাইটের কাজ কি ।
এখন আপনার ওয়েবসাইট তাঁকে সন্তুষ্ট করচছে, তিনি দ্রুত খুঁজে পেতে চাইবেন সে কি চায়/কি কারনে এখানে ভিজিট করা।
উদাহরণ:
- ১। যদি আপনার একটি হোটেল ওয়েবসাইট থাকে তবে পরিদর্শক/ভিজিটর একটি সহজ ফর্ম পূরণ করতে যোগাযোগ করতে চাইবে
- ২। আপনার যদি ই-শপ/দোকান আছে, ভিজিটর চাইবে যাতে সে খুব সহজে এবং দ্রুত কিনতে সক্ষম হয়।
- ৩। যদি আপনার সাইটে কোন ডাউনলোড করার মত /সফটওয়্যার বা প্রোগ্রাম থাকে, তখন ভিজিটর চাইবে হোমপেজ থেকে সেটি ডাউনলোড করার লিংক পেতে।
- ৪। যদি আপনার সাইট টি একটি বাংলা ব্লগ হয় তবে ভিজিটর সার্চ করবে তার পছন্ধের বিভাগটি এই সাইটে আছে কিনা
- ৫।যদি আপনার সাইট একটি সেবামূলক সাইট হয় এবং সেবা প্রদানের বিনিময়ে অর্থ নেয়,এমন সাইটে ভিজিটর চাইবে আগে আপনারা কি করছেন।
**************** ************* ************
খুব একটা বেশি জানি না তবে অনেক ইংরেজী ব্লগ পড়ি,সময়ের কারনে লিখার ইচ্ছা থাকলেও লেখা হয় না,তাও আমি প্রায় সময় সব কাজ অফ করে হলেও লিখতে বসে যাই।।।
উপরের সব কথা আমার নয় (আমি+কিছু ইংরেজী ব্লগ) হতেই জেনে লিখলাম।
৩ বছর ধরেই ওয়েব সাইট ডিজাইন এন্ড ডেভেলপিং এর সাখে জড়িত আছি বলে অনেক কিছুই আমার চোখে ধরা পড়েছে তাই আমি আমার প্রতিটি লেখায় তা প্রকাশ করতে চেষ্টা করি।আর প্রচুর পরিমানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি,কারো কোন হেল্প লাগলে চেষ্টা করি সাহায্যে করতে।
--------------------******-----------------
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: