Home » » আপনার ব্লগের জন্য খুলে নিন একটি এলেক্সা একাউন্ট

আপনার ব্লগের জন্য খুলে নিন একটি এলেক্সা একাউন্ট

আশাকরি সকলেই মহান আল্লাহ্‌তায়ালার রহমতে ভালো আছেন। ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশাই করি। আমাদের জীবনটা অতিক্ষুদ্র একটি সময়ের জন্য। দুনিয়ার এই ২ দিনের জীবনে যদি মন খারাপ করে থাকি তবে জীবনের আনন্দটা কোথায়? তাই যত কষ্টই থাকুক না কেন সব সময় চেষ্টা করে যান ভালো থাকার জন্য।
চলুন এখন মূল বিষয় শুরু করা যাক>>

বর্তমানে অনেকেরই কম/বেশি – ফ্রী/ডোমেইন+HOSTING কৃত সাইট বা ব্লগ রয়েছে। আর আমরা সবাই যানি ব্লগ/সাইটের মূল প্রাণ হচ্ছে ভিজিটর। আপনি সব সময়য়ই চাইবেন যানতে আপনার ভিজিটর কত হলো? বা আপনার সাইট কতটা জনপ্রিয় হলো। আপনার/আমার ত আর এসব হাতে গোণে রাখা সম্ভব নয়। তাই প্রয়োজন ALEXA। এখান থেকেই বুঝাযায় আপনার সাইটের জনপ্রিয়তা বাড়লো কিনা কমলো। উপরে পিকচার টায় দেখুন ক্যামন ফাঁকা , ফাঁকা তাই না? হুম ঠিক ধরেছেন এখানে শুধু মাত্র একাউন্ট ওপেন করে রাখা হয়েছে। কোন বিবরণ লেখা হয়নি। একাউন্ট খুলা যতটা সহজ বিবরণ লেখা ততটা সহজ নয়। তাই আজ আমি দেখাবো কিভাবে বিবরণ লিখবেন……… ;)

ALEXA থেকে প্রথমে আপনার একাউন্ট এ লগিন করুন।

লগিন করার পর আপনি ডানপাশে উপরে কোণায় আপনার ব্যাবহার কৃত নাম দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন…..

এবার এটি আসলে ADD A SITE এ ক্লিক করুন।

এবার এরকম আসবে। আপনি ত আর টাকা দিয়ে ALEXA তে একাউন্ট ওপেন করবেন না তাই ফ্রী তে যান এবং Sing Up Now তে ক্লিক করুন। অবশ্য টাকা দিয়ে খুল্লে অন্য কথা :P

সবার বক্সে নিজের সাইটের লিঙ্ক দিয়ে Continue করুন :)

এবার আপনাকে এরকম কোড দেয়া হবে। আপনি দেখুন পিকের উপরে লেখা রয়েছে Your ভেরিফিকেসন ID is:….. আপনি এই লেখাটি বের করে কপি করুন বা সম্পূর্ণ কপি করুন। মূল কথা ওই লেখাটি থাকতেই হবে। (লেখা খোঁজে বের করার সময় নেই তাই আমি সবটাই কপি করেছি) এবং মজিলায় নতুন ট্যাব ওপেন করে আপনার সাইটে যান

আপনার ফ্রী বা টাকা দিয়ে বানানো সাইটে/ব্লগে প্রবেশ করুন ( ওয়ার্ডপ্রেস সাইট আগেই বলে দেই)

এবার বামপাশের টুলস মেনুবার থেকে Available Tools তে যান

তাহলে এরকম ঘর আসবে। আপনার কপি কৃত কোড তিনটা ঘরেই বসিয়ে দিয়ে পরিবর্তন সংরক্ষণ করুন (যেকোনো একটি ঘরে দিলেও কাজ হবে), এবং ওই ট্যাব এ থাকা Alexa সাইটে ফিরে যান

যেখান থেকে কোড নিয়েছিলেন তার নিচেই পাবেন Verify my ID । সেখানে ক্লিক করুন এবং Continue আসলে তাতেও ক্লিক করুন।

এবার এইরকম ঘর আসলে তাতে প্রয়োজনীয় সব কিছু দিয়ে Save & Continue করুন। আমি হাবিজাবি এবং ০০০০০০০০ লিখে ঘর ভরিয়েছি বলে আপনি তা করতে যাবেন না ;)

এবার আপনার কাজ শেষ হয়েগেলো এবং আপনিও পেয়ে গেলেন আপনার সাইটের জন্য Alexa তে একটি একাউন্ট!! :D

এবার দেখুন কিরকম দেখা যাচ্ছে আপনার সাইটের/ব্লগের একাউন্ট টি

“সবাই ভালো থাকুন,ভালো থাকার চেষ্টা করুন”

Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps