Home » » বড় File Download এর সহজ উপায়। কোন Software ছাড়া Resume পদ্ধতি।

বড় File Download এর সহজ উপায়। কোন Software ছাড়া Resume পদ্ধতি।

বিসমিল্লাহ্‌হির রাহমানির রাহিম।

এই বিষয়ে যদি কেউ এর আগে একই সমাধান দিয়ে কোন post করে থাকে তবে “ I M Sorry ”. খুবই সহজ এবং ছোট্ট একটা tips.আমার মনে হয় সবারই জানা আছে। তবে যারা নতুন তাদের জন্য। আমার আপনার কাছে যেটা সহজ অন্যের কাছে হয়তো সেটা কঠিন।

আমরা সাধারনত বড় কোন file download করতে গেলে কিছু সমস্যায় পরি। তার মধ্যে অন্যতম হচ্ছে লোডশেডিং। এই সমস্যার একটা ছোট্ট সমাধান আছে । আর এ জন্য প্রয়োজন –

*** অবশ্যই ups অথবা এর বিকল্প কিছু লাগবে যাতে আপনি বিদ্যুৎ চলে যাউয়ার পরও ১ মিনিট কাজ করতে পারেন।মানে আপনাকে একটা click করতে হবে এই সময়টা। যাদের Laptop আছে তাদের তো সমস্যা নেই।

1. Browser হিসাবে Firefox ব্যবহার করতে হবে। (অন্যগুলোও হতে পারে,আমি জানি না)

2. Firefox এ Download Statusbar নামে একটা add-ons আছে, ওইটা install থাকতে হবে। addons টা এখানে পাবেন>>> https://addons.mozilla.org/en-US/firefox/addon/download-statusbar/?src=hp-dl-mostpopular

তো এবার Download শুরু করে দিন । Download শুরু হলে browser এর নিচের দিকে Download Statusbar টা show করবে আর Statusbar এর বাম দিকে Download যে হচ্ছে সেটা দেখাবে। ওইটার উপর মাউস রাখলেই বিস্তারিত দেখাবে।

এবার ধরুন বিদ্যুৎ চলে গেছে Download শেষ হয় নাই। এখন, যেখানে Download হচ্ছে তার উপর Right Click করুন। তারপর Pause এ Click করুণ। Download হওয়া থেমে যাবে। নিচের ছবি দেখুন pls…




এখন Firefox close করে pc shout down করে দিন।

আবার বিদ্যুৎ আসল……

Pc on করে সবার আগে pc তে internet connect করুন। আপনি যদি ১০০% sure থাকেন যে pc তে net connected, তারপর পরবর্তী step আনুসরন করুন। [আপনি ইচ্ছে করলে অন্য কিছু করে internet connected কি না তা test করে নিতে পারেন]

Firefox open করুন । এখন, যেখানে download হচ্ছিলো তার উপর আবার right click করুন। তারপর Resume এ click করুন। download হওয়া আবার শুরু হবে যতটুকু আগে হয়েছিলো তার পর থেকে।




এই তো ….

ঠিক একই ভাবে আপনি বড় কোন File বিদ্যুৎ চলে গেলেও এই পদ্ধতি বার বার ব্যবহার করে Download করতে পারবেন।

কোন সমস্যা হলে বলবেন please. আমি এটা কয়েক বার পরীক্ষা করে দেখেছি, আমার কোন সমস্যা হয় নি।

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps