Home » , » ব্লগ-ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য কি করতে পারেন

ব্লগ-ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য কি করতে পারেন

ব্যবসায়িক ওয়েবসাইট হোক আর শখের বসে করা ব্লগই হোক, আপনি চান বহুসংখ্যক মানুষ আপনার সাইট দেখুক। সেকারনেই আপনি তাকে ইন্টারনেটে রেখেছেন। একইসাথে যদি আয়ের সম্পর্ক থাকে তাহলে ভিজিটর বেশি মানে আয় বেশি।
ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর প্রধান পথ ৩টি, সাইটটি কতটা দৃশ্যমান, কত সহজে তাকে পাওয়া যায় এবং কিভাবে সেটা রক্ষনাবেক্ষন করা হয়।
ওয়েবসাইট শুন্যে অবস্থান করতে পারে না। ক্রমাগত পরিবর্তনশীল এক জগতে তার অবস্থান। কাজেই সাইট তৈরী করে রেখে দিলে নিজে থেকেই সেখানে ভিজিটর বাড়তে থাকবে এটা ভুল ধারনা। ক্রমাগত অন্যান্য পরিবর্তনের সাথে মিল রেখে সেখানেও পরিবর্তণ আনতে হয়। যদি সেটা না করা হয় তাহলে ভিজিটর কমতে থাকবে এবং একসময় সাইটের মৃত্যু ঘটবে।
উদাহরন দিয়ে বিষয়টি দেখা যাক।
আপনি একটি বাগান করেছেন। সেখানে ঢোকার পথটির যদি যত্ন না নেন তাহলে একসময় সেটা আগাছায় ঢেকে যাবে। কারো জানার সুযোগ হবে না সেখানে বাগান আছে। আপনাকে জানাতে হবে আপনার একটি সাইট আছে। সেই পথটি ব্যবহার করা যদি কষ্টকর হয় তাহলেও কেউ সেদিকে যাবে না। আবার বাগানের মধ্যে যদি গাছপালার যত্ন না নেয়া হয় তাহলেও সেটা আকর্ষন হারাবে।
বাস্তবে কাজগুলি কিবাবে করা হয় দেখা যাক;
.          সঠিক কিওয়ার্ড ব্যবহার
সঠিক কিওয়ার্ড ব্যবহার সাইটে ভিজিটর পাওয়ার জন্য খুবই গুরুত্বপুর্ন। অধিকাংশ ক্ষেত্রে ভিজিটরের মুল উতস সার্চ ইঞ্জিন। আপনি এমন কি ওয়ার্ড ব্যবহার করবেন যা লিখে ভিজিটররা সার্চ করেন। তাকে ব্যবহার করবেন পোষ্টের টাইটেলে, ট্যাগে, লেখার ভেতরে। কোন কিওয়ার্ড যাচাই করার জন্য সেটা টাইপ করে সার্চ করুন এবং ফল দেখুন। আপনার সাইটে যারা ভিজিট করে তারা কোন কিওয়ার্ড ব্যবহার করে সেদিকে লক্ষ রাখুন। প্রয়োজনে সামান্য এদিক-ওদিক করে যে কিওয়ার্ড বেশি ব্যবহৃত হয় সেটা ব্যবহার করুন।
.          ডিরেক্টরী ব্যবহার
অনেক ভিজিটর ইন্টারনেট ডিরেক্টরী থেকে সাইটের ঠিকানা ব্যবহার করেন। অসংখ্য ইন্টারনেট ডিরেক্টরী রয়েছে যেখানে বিনা খরচে সাইটের পরিচয় লিখে রাখতে পারেন।
.          সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
সার্চ ইঞ্জি কিভাবে আপনার সাইটকে দেখে বিষয়টি খুবই গুরুত্বপুর্ন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বহু পদ্ধতি রয়েছে এবং এবিষয়ে অনেকগুলি লেখা রয়েছে এই সাইটে। সেগুলিকে কাজে লাগান।
.          পেজ ঠিক রাখা
আপনার সাইটের পেজগুলি ঠিকভাবে রাখা গুরুত্বপুর্ন। কোন লিংক নষ্ট হয়ে গেলে সেটা সাইট সম্পর্কে খারাপ ধারনা তৈরী করে এবং এর প্রভাব পড়ে সার্চের ওপর। একইভাবে কোন পেজ দ্রুত লোড হওয়া, সঠিক ফন্ট-গ্রাফিক ব্যবহার সবকিছুই ভিজিটর আনা এবং ধরে রাখার ক্ষেত্রে ভুমিকা রাখে।
.          ভাল বিষয় রাখা
প্রয়োজনীয় তথ্য, সুন্দর ছবি বা ভিডিও সাইটের জন্য গুরুত্বপুর্ন। ভিজিটর যদি সেখানে ভাল লাগার মত কিছু না পান তাহলে সেখানে দ্বিতীয়বার আসবেন না এটাই স্বাভাবিক।
.          ব্লগ ব্যবহার এবং নিয়মিত আপডেট করা
সার্চ ইঞ্জিন ব্লগকে পছন্দ করে কারন ব্লগ নিয়মিত আপডেট করা হয়। প্রতিবার আপডেট করার সময় সেই তথ্য সার্চ ইঞ্জিনে যায় (অথবা পাঠাতে হয়)। ক্রমাগত এভাবে তথ্য যেতে যেতে একসময় ব্লগ সার্চ রেজাল্টের সামনের দিকে উঠে আসে।
আপনার যদি ষ্ট্যাটিক ওয়েবসাইট হয় তাহলে হয়ত এই সুবিধে পাওয়ার সম্ভাবনা কম। একারনে প্রচার বাড়ানোর জন্য অনেকেই ব্লগ তৈরী করেন এবং এরসাথে সাইটের লিংক জুড়ে দেন।
.          লিংক বিনিময় করা
অন্য ব্লগ বা ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করা ভিজিটর বাড়ানোর একটি কার্যকর পদ্ধতি। অন্যের সাইটে নিজের সাইটের লিংক রাখার ব্যবস্থা করুন এবং নিজের সাইটে অন্যের লিংক রাখুন। দুজনারই লাভ এতে। অনেক সময় অন্যের সাইটে মন্তব্য লিখে এটা করা হয়। অনেকে মন্তব্য লেখার সময় নিজের সাইটের বিজ্ঞাপন হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। এটা ভুল পদ্ধতি। সেই সাইটের মডারেটর সেটা পছন্দ না করলে মুছে দেবেন। বরং এমন মন্তব্য লিখুন যা সেই সাইটের সাথে মানানসই, সাথে নিজের লিংক ব্যবহার করুন।
.          বিজ্ঞাপন ব্যবহার
ব্যক্তিগত ব্লগের জন্য আপনি নিশ্চয়ই অর্থব্যয় করে বিজ্ঞাপন দেবেন না, কিন্তু ব্যবসায়িক বিষয় থাকলে বিষয়টি খুবই গুরুত্বপুর্ন। অন্য সাইটে ব্যানার বিজ্ঞাপন থেকে শুরু করে পিটিসি সাইটে বিজ্ঞাপন এগুলি খুবই দ্রুত কাজ করে। সামান্য পরিমান অর্থ ব্যয় করে পিটিসি সাইটের মাধ্যমে নিশ্চিত লক্ষ ভিজিটর পেতে পারেন।
.          ই-মেইল সিগনেচার
ই-মেইল ব্যবহারের সময় সাইটের পরিচিতি লিখে ব্যবহার করুন। এরফলে খুব সহজেই অন্যেরা সাইট সম্পর্কে জানবেন এবং লিংক থেকে সাইটে যাওয়ার সুযোগ পাবেন।

আগেই উল্লেখ করা হয়েছে ইন্টারনেট অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল জগত। নির্দিষ্ট কিছু পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেতেই থাকবেন এমন কথা নেই। ক্রমাগত পরিবর্তনগুলি লক্ষ করুন এবং তারসাথে মিল রেখে পদক্ষেপ নিন।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps