Home » » ব্লগে গুগল এনালাইটিক্স ব্যবহার

ব্লগে গুগল এনালাইটিক্স ব্যবহার

সফল ব্লগিং এর জন্য ভাল মানের ব্লগ তৈরী করা, সেখানে উচুমানের কন্টেন্ট রাখা, প্রচারের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদ্ধতিগুলি প্রয়োগ করা গুরুত্বপুর্ন। সেইসাথে আরো একটি গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে সাইটের সমস্ত তথ্য নিয়মিত পর্যালোচনা করা।
ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজে পরিসংখ্যান দেখার ব্যবস্থা রয়েছে। কতজন ভিজিটর ভিজিট করেছে, কোন পোষ্ট কতবার দেখা হয়েছে  এসব তথ্য জানার জন্য পরিসংখ্যান পাওয়া যায় ড্যাসবোর্ড থেকেই। এর পরও আরো কিছু তথ্য জানা প্রয়োজন হতে পারে যা এখানে পাওয়া যায় না। যেমন ঠিক কোন এলাকা থেকে ভিজিটর এসেছেন, তারা সাইটে কত সময় কাটিয়েছেন, গড়ে কতগুলি পেজ ভিজিট করেছেন, কতজন সাইটে ঢুকেই ফেরত গেছেন। অথচ সফল ব্লগিং এর জন্য তথ্যগুলি খুবই গুরুতক্বপুর্ন। এই তথ্যগুলি পর্যালোচনা করে আপনি সাইটকে আরো আকর্ষনীয় করতে পারেন।
গুগল এনালাইটিকস নামের একটি বিনামুল্যের সেবা এই সুযোগ দিতে পারে। সেখানে সাইটের ঠিকানা দিয়ে সদস্য হলে কয়েখ লাইন কোড দেয়া হবে। সেটা কপি করে ব্লগ বা ওয়েবসাইটে পেষ্ট করে দেবেন। এই সফটঅয়্যার প্রতি ভিজিটের তথ্য সংগ্রহ করবে।
এখানে যে তথ্যগুলি পাওয়া যায় এবং সেগুলি থেকে কি উপকার পেতে পারেন সেটা জানানো হচ্ছে সংক্ষেপে;
মোট ভিজিট এবং ইউনিক ভিজিট : সাধারনভাবে মোট ভিজিটের সংখ্যা আপনি জানতে পারেন কিন্তু তাদের মধ্যে ইউনিক ভিজিটর কতজন জানতে এনালাইটিক্স প্রয়োজন। ইউনিক ভিজিটর হচ্ছে ঠিক কতজন সাইটটি দেখেছেন। উদাহরন হিসেবে একজন ব্যক্তি ১০টি পেজ ভিজিট করলে মোট ভিজিট হবে ১০, ইউনিক ভিজিট ১।
গড় অবস্থানের সময় : সাইটে ভিজিটর গড়ে কত সময় কাটিয়েছেন জানা যাবে এনালাইটিকস থেকে। স্বাভাবিকভাবেই সময় যত বেশি সাইটের মান তত ভাল বুঝায়। সাধারনভাবে ব্লগে ৫ মিনিট সময়কে ভাল মনে করা হয়। উল্লেখ করা যেতে পারে এই সাইটে গড় সময় ১১ থেকে ১২ মিনিটের মধ্যে।
বাউন্স রেট : কোন ভিজিটর সাইটে এসে সাথেসাথে চলে গেলে তাকে বলা হয় বাউন্স। শতকরা হারে এটা প্রকাশ করা হয়। বাউন্স রেট ৪০ পর্যন্ত স্বাভাবিক। যদি ৮০ কিংবা আরো বেশি হয় তাহলে ধরে নিতে পারেন সাইটটি ভিজিটরকে আকর্ষন করতে পারছে না।
নতুন এবং নিয়মিত ভিজিটর : মোট ভিজিটরদের মধ্যে নতুন ভিজিটর (প্রথমবার ভিজিট করা) এবং নিয়মিত ভিজিটরের শতকরা হিসেব জানতে পারেন। কোনটি বেশি হলে ভাল বিষয়টি নির্ভর করে সাইটের ধরনের ওপর। নিয়মিত ভিজিটর বেশি হওয়ার অর্থ তারা আপনার সাইট পছন্দ করছেন, আর নতুন ভিজিটর বেশি হওয়ার অর্থ ভিজিটর সহজে আপনার সাইট খুজে পাচ্ছেন। এর বিপরীত অবস্থার কথাও ভাবতে পারেন।
শহর ভিত্তিক তথ্য : কোন দেশ, কোন শহর থেকে কতজন ভিজিটর এসেছেন তাদের বিস্তারিত তথ্য জানা যায় এখান থেকে।
ভিজিটরের সুত্র : ভিজিটরদের মধ্যে কতজন সার্চ ইঞ্জিন বা অন্যভাবে এসেছেন সে তথ্য জানা যায়।

সমস্ত তথ্য গ্রাফ হিসেবে দেখার ব্যবস্থা রয়েছে। ইচ্ছে করলে একমাসের তথ্যের সাথে আগের মাসের তথ্য তুলনা করে গ্রাফ হিসেবে দেখতে পারেন। এবং সেখান থেকে সহজে জেনে নিতে পারেন আপনার ব্লগ কতটা উন্নতি করছে। ইচ্ছে করলে কিভাবে রিপোর্ট চান সেটা বলে দিতে পারেন।
ব্লগার ব্যবহারকারীরা ড্যাসবোর্ড থেকেই এনালাইটিকস সাইটে গিয়ে সদস্য হতে পারেন। অথবা সরাসরি তাদের সাইটে যেতে পারেন। সাইটের ঠিকানা : www.google.com/analytics/
সেখানে যাওয়ার পর স্ক্রিনের নির্দেশ মেনে কাজ করুন।
Share this article :

0 comments:

Post a Comment

THANKS FOR YOUR CO-OPERATION:

 
Copyright © 2008-2015. Deshi Tunes:: Your most important blogging platform for Tips and Tricks... - All Rights Reserved
Template Modify by DTunes Apps