ইন্টারনেটে
সহজে আয় বলতে ক্লিক করে আয় বুঝানো হয় সবচেয়ে বেশি। কোন সাইটের সদস্য হবেন,
নির্দিষ্ট লিংকে ক্লিক করবেন আর টাকা আয় করবেন। অধিকাংশ ক্ষেত্রে এগুলি
বিজ্ঞাপন সাইট। ক্লিক করলে একটি বিজ্ঞাপন ওপেন হবে এবং আপনি সেটা দেখবেন।
আপনাকে সেটা দেখতে হবে কারন টাকা পাওয়ার জন্য এদেরকে নির্দিস্ট সময় পর্যন্ত
ওপেন রাখতে হয়। অনেকেরই এমন ব্যবস্থা করা আছে যেখানে বিজ্ঞাপনটি একেবারে
সামনে না থাকলে আপনি টাকা পাবেন না। এর বাইরেও নানা ধরনের বিষয় আছে যা
আপনার আয়ের ওপর প্রভাব ফেলে।
যদি
ক্লিক করে আয় করতেই চান তাহলে নিয়ম মেনে করবেন এটাই স্বাভাবিক। সেইসাথে
বেশি আয়ের জন্য আরো কিছু পদক্ষেপ নিতে পারেন। এধরনের কিছু বিষয় তুলে ধরা
হচ্ছে এখানে।
প্রথমে
জনপ্রিয় পিটিসি সাইট ক্লিকসেন্সের কথা উদাহরন দেখা যাক। বিনামুল্যে সদস্য
হলে আপনি দিনে ২০টির মত ক্লিক করার সুযোগ পাবেন। এদের মধ্যে ১টি বা দুটি
০.০১ ডলার। বাকিগুলি ০.০০১ ডলার। অর্থাত দামী বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি
১০০ ক্লিকে ১ ডলার, কমদামী বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি ১০০০ ক্লিকে ১ ডলার
আয় হবে। পরিশ্রমের তুলনায় আয় একবারেই সামান্য।
সেইসাথে
আপনার রেফারেন্সে যারা সদস্য হবেন তারা ক্লিক করলে তাদের আয়ের অংশ পাবেন।
যদি ২০০ জন সদস্যও হয় তাহলেও দিনে ১ ডলার আয় করা কষ্টকর।
তাদের
প্রিমিয়াম সদস্য হওয়ার জন্য বছরে ১৭ ডলার দিতে হয়। প্রিমিয়াম সদস্য হওয়ার
সাথেসাথে এই চিত্র পাল্টে যায়। রেফারেল আয় দ্বিগুন হয়। আপনি নিজে ক্লিক
করার জন্য পাবেন অধিকাংশ ০.০১ ডলার বিজ্ঞাপন, কখনো কখনো ০.০২ ডলার
বিজ্ঞাপন। সেইসাথে রেফারেল সদস্য থেকে যারা সদস্য হয়েছে তাদের আয়ের ভাগ
পাওয়া যাবে ৮ লেভেল পর্যন্ত। কাজেই মুহুর্তে আপনার আয় কয়েকগুন বেড়ে যাবে।
পিটিসি-বক্স
এর হিসেব কিছুটা ভিন্ন। বিনামুল্যের সদস্য হওয়া ছাড়াও সেখানে টাকা দিয়ে ৩
ধরনের সদস্যপদ কেনা যায়। সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। তাদের ফি ক্লিকসেন্স
থেকে বেশি, সাথে সুবিধেও বেশি। বিনামুল্যের সদস্য হিসেবে কোন বিজ্ঞাপনে
ক্লিক করলে পাবেন ০.৫ সেন্ট, সিলভার সদস্য ৩ সেন্ট, গোল্ড সদস্য ৪ সেন্ট
এবং প্লাটিনাম সদস্য ৫.৫ সেন্ট।
আরেকটি
বিষয় মনে রাখা জরুরী। যারা পিটিসি সাইটে বিজ্ঞাপন দেন তারা অনেক সময়ই দামী
বিজ্ঞাপনগুলি নির্দিষ্ট করে দেন টাকা দেয়া সদস্যদের জন্য। বিনামুল্যের
সদস্য সেগুলি ব্যবহারের সুযোগ পান না।
ক্লিক্সসেন্সে
অনেকে একটি ভূল করেন, তাদের পিকচার ক্যাপচা ঠিকমত ব্যবহার করেন না। ভিউ এড
বাটনে ক্লিক করার পর বিজ্ঞাপন ওপেন হবে। সেখানে ৫টি ছবি দেয়া থাকে। এদের
মধ্যে নির্দিষ্ট একটিকে ক্লিক করার কথা লেখা থাকে। সেটাতে ক্লিক করার পর
আপনার ক্লিক হিসেব করা হবে। সাধারনভাবে ৪টি কুকুর এবং ১টি বিড়ালের ছবি দেয়া
থাকে, আপনার কাজ বিড়ালের ছবি চিনে সেটার ওপর ক্লিক করা।
মুল
কথা হচ্ছে যদি পিটিসি সাইট ব্যবহার করতেই হয় তাহলে টাকা দিয়ে সদস্য হয়ে
করাই ভাল। বিনা টাকার সদস্য হয়ে যে আয় হয় সেটা একেবারেই নগন্য। সদস্য হওয়ার
জন্য সেই পরিমান আয়ের জন্য অপেক্ষা করে আয়ের টাকা ব্যবহার করতে পারেন,
অথবা এলার্ট-পে একাউন্ট থেকে টাকা দিতে পারেন। আরেকটি বিষয় মনে রাখা জরুরী,
কোন সাইটে টাকা দিয়ে সদস্য হওয়ার আগে সেই সাইট সম্পর্কে ভালভাবে জেনে নেয়া
জরুরী। ক্লিকসেন্স, পিটিসি-বক্স, নিওবাক্স ইত্যাদি পরীক্ষিত এবং
নির্ভরযোগ্য সাইট। বিপরীতভাবে
যে সাইটগুলি ক্লিকপ্রতি ১ থেকে ১০ ডলার দেয়ার কথা বলে কিংবা শুরুতেই সদস্য
হওয়ার জন্য টাকা দিতে বলে তাদেরকে বিশ্বাস না করাই ভাল।
আরেকটি
উদাহরন হিসেবে মাই-ব্রাউজার-ক্যাশ দেখা যাক। এর কাজের ধরন অন্যান্য পিটিসি
সাইট থেকে আলাদা। তাদের একটি ট্রাকিং সফটঅয়্যার ডাউনলোড করে ইনষ্টল করতে
হয়। এরপর ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স কিংবা ক্রোম ব্যবহার করে
স্বাভাবিক ইন্টারনেট ব্রাউজ করার সময় টাস্কবারে বিজ্ঞাপন পাওয়া যায় ক্লিক
করার জন্য। সেখানে লেখা থাকে বিজ্ঞাপনের শর্ত কি। সাধারনত কয়েক সেকেন্ট
সেটা ওপেন রাখা এবং কোন একটি লিংকে ক্লিক করা। যদি সেটা না করেন, অর্থাত যে
বিজ্ঞাপন ৩ সেকেন্ড ওপেন রাখার কথা সেটা যদি তার আগেই বন্ধ করে দেন তাহলে
আপনার নামে টাকা জমা হবে না। অন্য পিটিসি সাইটের মত যেহেতু টাইমার দেখায় না
সেহেতু জানারও উপায় থাকে না।
উল্লেখ
করা যেতে পারে, মাই-ব্রাউজার-ক্যাশ কোন বিজ্ঞাপনের জন্য কত টাকা দেয় সেটা
প্রকাশ করে না। বিষয়টি নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন তার ওপর।
তাদের শর্ত মানলে বেশি টাকা পাবেন।
তাদের
সাইটে অন্যান্য পিটিসি সাইটের মত বিজ্ঞাপন লিংক ক্লিক করে আয় করা যায়।
তাদের বক্তব্য হচ্ছে, সেখানে প্রতি ক্লিকে যে টাকা পাবেন সেটা সাধারন
টাস্কবারে পাওয়া বিজ্ঞাপন থেকে কম। যদি এখানে ক্লিক করেন তাহলে টাস্কবারে
পাওয়া বিজ্ঞাপন কমে যাবে, ফলে আপনার আয়ও কমবে। তারপরও এই ব্যবস্থা রাখা
হয়েছে কারন যদি আপনি তাদের উল্লেখ করা ৩টি ব্রাউজারের কোনটিই ব্যবহার না
করেন, কিংবা কোন কারনে তাদের সফটঅয়্যার ব্যবহারে সমস্যা হয় তাহলে ব্যবহারের
জন্য। যেমন মোবাইল ফোন থেকে এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব।
অনেক সাইটের রয়েছে নানা ধরনের অফার। কখনো কিছু ডাউনলোড করলে বা কিছু প্রশ্নের উত্তর দিলে ক্লিক করার চেয়ে বেশি আয় করা যায়।
নিয়ম
মেনে সহজ আয়ের সাইট থেকে মাসে কয়েকশ ডলার আয় করা সম্ভব। সেজন্য আপনার সেই
সাইটের নিয়মগুলি ভালভাবে জানা জরুরী। যে সাইটই ব্যবহার করুন, কিভাবে সবচেয়ে
বেশি আয় করা যায় জেনে নিয়ে করুন।
0 comments:
Post a Comment
THANKS FOR YOUR CO-OPERATION: